ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

সেতু মন্ত্রণালয়ে দুর্নীতি তদন্তে দুদককে আহ্বান সেতুমন্ত্রীর

বিআরটিসির মতো প্রতিষ্ঠানে যেন দুর্নীতি বাসা বাধতে না পারে সে দিকে কঠোর নজর দেওয়ার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকলে তা তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২০ সেপ্টেম্বর) বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।


ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পরে আবারও পরিবহনে যাত্রীদের চাপ বেড়েছে, এ অবস্থায় যাত্রীদের চলাচলে সুবিধার কথা বিবেচনায় ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় পুনরায় চক্রাকার বাস চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর ধানমন্ডি এলকায় চক্রাকার বাস পুনরায় চালুর প্রস্তুতি আছে।


বিআরটিসির মতো সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি যাতে বাসা বাধতে না পারে সেদিকে কঠোর নজর দেওয়ার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। যেকোনো মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। বিগত সরকারের সময়ে বিআরটিসি ছিল দুর্নীতির আখড়া।


দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও তদন্ত করতে পারেন। এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না, কোনো দুর্নীতি থাকলে ব্যবস্থা নিন। লোভ- লালসায় যারা বেপরোয়া তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি করে যাচ্ছে, তাই প্রত্যেক সেক্টরে সতর্ক থাকতে হবে।

ads

Our Facebook Page